UsharAlo logo
শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এখনো মানুষ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করছে: আসামের মুখ্যমন্ত্রী

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তবর্তী রাজ্যগুলোকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি জানান, আসাম এবং ত্রিপুরা ইতোমধ্যে একসঙ্গে কাজ করছে, তবে এই সমস্যা মোকাবিলায় পশ্চিমবঙ্গকেও কঠোর অবস্থান নিতে হবে।

রোববার (২৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে প্রবেশের আশঙ্কা থাকলেও, অধিকাংশ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান।

গত দুই মাসে আসাম ও ত্রিপুরায় ১৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীর সন্ধান পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের ত্রুটিপূর্ণ সীমারেখা এবং সীমান্ত রক্ষীদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও কিছু মানুষ এখনো অবৈধভাবে ভারতে প্রবেশ করছে।

হিমন্ত শর্মা বলেন, বাংলাদেশ থেকে আমাদের দেশে অবৈধ অভিবাসন ঠেকাতে রাজ্যগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, পশ্চিমবঙ্গ সরকার বিএসএফের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করার কাজ শুরু করবে।

তিনি বলেন, ত্রিপুরা ও আসাম এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং পশ্চিমবঙ্গ সরকারও যদি একই পদক্ষেপ গ্রহণ করে, তাহলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে।