UsharAlo logo
রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

এফএ কাপ: সেমিফাইনালে মুখোমুখি ম্যানসিটি-লিভারপুল

pial
এপ্রিল ১৬, ২০২২ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এফএ কাপের এবারের আসরের প্রথম সেমিফাইনালে শনিবার (১৬ এপ্রিল) রাতে মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই শীর্ষ দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ছয়দিনের মধ্যেই দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে। গেল শনিবার লিগের ফিরতি লেগের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে তারা মুখোমুখি হয়েছিল ও ২-২ গোলের সমতা নিয়ে ম্যাচ শেষ হয়েছিল।

সবশেষ, ২০১৯ সালে পেপ গার্দিওলার শিষ্যরা জিতেছিল এফএ কাপ। অন্যদিকে, লিভারপুল ১৬ বছর আগে সবশেষ জিতেছিল এ টুর্নামেন্টের শিরোপা। সেমিফাইনালের দলে মোট ৯ জন বদলি খেলোয়াড় রাখা যাবে। আর তার মধ্যে মাঠে নামানো যাবে পাঁচজনকে।

(ঊষার আলো-এফএসপি)