UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এফবিসিসিআই’র নবনির্বাচিত কমিটিকে ফোয়াব এর অভিনন্দন

usharalodesk
মে ১০, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ২০২১-২০২৩ সাধারণ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সভাপতি, রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ বাবু সিনিয়র সহ-সভাপতি, এসোসিয়েশন গ্রুপের এম এ মোমেন, মোঃ আমিন হেলালী, হাবিব উল্লাহ ডন, চেম্বার গ্রুপের আমিনুল হক শামীম, সালাহ উদ্দিন আলমগীর ও এম এ রাজ্জাক খান সহ-সভাপতি, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি কাজী আমিনুল হক পরিচালকসহ নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব)-এর নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)-এর সভাপতি মোল্লা সামছুর রহামান শাহীন, সিনিয়র সহ-সভাপতি গৌরপদ বাছাড়, মোঃ ওয়াজেদ আলম, ডাঃ গোলাম রসুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুবেল, যুগ্ম সম্পাদক শেখ শাকিল হোসেন, লস্কর মনিরুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ নাসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ রায়, মোঃ ওয়াহেদুজ্জামান লাবু, নির্বাহী সদস্য ড. বায়োজিত মোড়ল, মাওঃ শহীদুল ইসলাম, বুদ্ধদেব হালদার জুয়েল, মোঃ ওমর ফারুক, শাফায়েত হোসেন শাওন, নাসিমা হক, খুলনা জেলা আঞ্চলিক কমিটির আহ্বায়ক লস্কর উবায়দুর রহমান, সদস্য সচিব কানাই মণ্ডল, বটিয়াঘাটা আঞ্চলিক কমিটির আহ্বায়ক পলাশ রায়, ডুমুরিয়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক শেখ আব্দুর রশীদ, পাইকগাছা আঞ্চলিক কমিটির আহ্বায়ক রবীন্দ্র নাথ মণ্ডল প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)