UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার কানাডায় মসজিদে ইসলামবিদ্বেষীদের হামলা ও লুটপাট

usharalodesk
জুলাই ২০, ২০২১ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কানাডার ক্যামব্রিজ এলাকায় ইসলামবিদ্বেষীরা একটি মসজিদে ভয়াবহ এক হামলা চালিয়েছে। এতে হাতাহতের কোনও ঘটনা না ঘটলেও মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছে।

শান্তির দেশ হিসেবে পরিচিত কানাডায় এ ধরণের ঘৃণা সন্ত্রাস ও ধর্মীয় উগ্রবাদীদের সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েই চলছে।

বাইতুল করিম নামে কানাডার সেই মসজিদের হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে বৃহস্পতিবার একটি বিবৃতিতে দেশটির আহমেদিয়া মুসলিম জামাত নামে একটি ইসলামি সংগঠন জানায়।

কানাডার আহমেদিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট লাল খান মালিক সেই বিবৃতিতে বলেন, মসজিদে এই ধরণের হামলায় আমরা শঙ্কিত।

মসজিদ হলো শান্তির প্রতীক এবং এখান থেকে শান্তির বাণী প্রচার করা করা। তবে এখানেও হামলা চালাচ্ছে ইসলামবিদ্বেষী অপশক্তি।

এটাকে কাপুরুষোচিত হামলা বলেও তিনি উল্লেখ করেন। এটি সংস্কার করতে কয়েক লাখ ডলার প্রয়োজন হবে বলে তিনি জানান। এমন সময় মসজিদে এ হামলার ঘটনা ঘটলো যখন কিনা ইসলামভীতি দূর করতে কানাডায় সর্ব ধর্মীয় সম্মেলনের প্রস্তুতি চলছিল।

গত বুধবার যোহর নামাজের সময় ওই মসজিদে ইসলামবিদ্বেষীরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন ও লুটপাট করে।

দু’মাস আগেও এক ধর্মবিদ্বেষী গাড়ি চালক একটি মুসলিম পরিবারের ৪ সদস্যকে ট্রাক চাপা দিয়ে হত্যা করে। পরে সেই ঘাতক পুলিশের কাছে শিকারও করে, তাদের পোশাক দেখে তার মনে হয়েছিল এরা সকলে মুসলিম- এ কারণেই তাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে ওই বর্ণবাদী শ্বেতাঙ্গ যুবক।

(ঊষার আলো-এফএসপি)