UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার শিমুলিয়া ঘাটে উভয়মুখী যাত্রীর চাপ

usharalodesk
মে ১৫, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের অনেক মানুষ। অপরদিকে ঈদের আগে বাড়ি ফিরতে না পাড়া অনেক যাত্রী ঈদের পরদিন শনিবার (১৫ মে) ফিরছে বাড়িতে। এতে পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের উভয়মুখী চাপ বেড়েছে। ভোর থেকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা যাত্রীদের ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা যায়।
তবে সকাল ৯টা থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে এ নৌরুটে। বেলা বাড়ার সাথে সাথে এ চাপ বাড়ছে।
এদিকে, যাত্রীর পাশাপাশি শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৪শ’ ছোটবড় যানবাহন। এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।
এ বিষয়ে শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান গণমাধ্যমকে বলেন, সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। কয়েকটি ফেরিতে শুধুমাত্র যাত্রী পার করা হয়েছে। নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চালু রয়েছে। ঘাট এলাকায় ৪শ’ ছোট-বড় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। সব যাত্রী ও যানবাহনকে পর্যায়ক্রমে পার করা হবে।

(ঊষার আলো-এমএনএস)