UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এভারটনকে হারিয়ে সিটির সাথে ব্যবথান কশাল লিভারপুল

pial
এপ্রিল ২৫, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার এভারটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এ জয়ে ম্যানচেস্টার সিটির সাথে লিগ শিরোপা জয়ের লড়াইটা জমিয়ে রাখলো অলরেডরা। আর অন্যদিকে এ হারে এভারটনের রেলিগেশন শঙ্কা জেগেছে।

অবশ্য অ্যানফিল্ডে এদিন প্রথমার্ধে কোনও গোলের দেখা পায়নি জার্গেন ক্লপের শিষ্যরা। বিরতির পর দুটি গোল করেন তারা। ৬২ মিনিটে অ্যান্ডি বরার্টসনের গোলে লিড নেয় ও ৮৫ মিনিটে ডিভোক অরিগির গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এ জয়ে ৩৩ ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে ম্যানসিটি রয়েছে শীর্ষে। সমান ম্যাচ হতে ৭৯ পয়েন্ট নিয়ে সিটির ঘাড় তপ্ত নিঃশ্বাস ছাড়ছে লিভারপুল। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এভারটন ৩২ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের ১৮তম অবস্থানে।

(ঊষার আলো-এফএসপি)