এবার সূর্যমুখী চাষ করে সবাইকে চমকে দিলেন খুলনা—৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। স্থানীয় এ সংসদ সদস্য চলতি মৌসুমে আগড়ঘাটা বাজারস্থ রাজনৈতিক কার্যালয়ের পাশে কপোতাক্ষের তীরে সূর্যমুখী চাষ করেছেন।
ইতোমধ্যে ক্ষেতের সব গাছে ফুল ধরেছে। ফুলে ফুলে ভরে গেছে গোটা সূর্যমুখী ক্ষেত। কপোতাক্ষের পলি মিশ্রিত জমিতে দৃষ্টিনন্দন সৌন্দর্য বর্ধন করেছে সূর্যমুখী ফুল। সংসদ সদস্য এলাকায় অবস্থানকালীন সময় নিজেই তদারকি করেন সূর্যমুখী ক্ষেতটি। বুধবার ক্ষেতটি পরিদর্শন করেন সংসদ সদস্য রশীদুজ্জামান। এ সময় সূর্যমুখীর মাঝেই ফুটে ওঠে সংসদ সদস্যের মিষ্টি ঠোটের হাসি। এ সময় তিনি কোন জায়গা পতিত না রেখে প্রতি ইঞ্চি জায়গা কৃষি কাজের জন্য সর্বোচ্চ ব্যবহার করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সময়ের সাথে সাথে আমাদের এখন বহুমুখী ফসল উৎপাদন করতে হবে। যেখানে ভালো কোন ফসল হবে না, সেখানেও কিছু না কিছু উৎপাদন করতে হবে। সূর্যমুখী খুব সহজেই উৎপাদন করা যায় এবং আমাদের তেল জাতীয় আমদানী ব্যয় কমাতে পতিত জায়গায় সূর্যমুখী লাগানোর জন্য সবাইকে পরামর্শ দেন।