UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এমবাপ্পের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

koushikkln
ডিসেম্বর ৪, ২০২২ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ক্রীড়া ডেস্ক : দাপটের সাথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো হট ফেবারিট ফ্রান্স। রবিবার (০৩ ডিসেম্বর) প্রথমার্থেও খেলায় পোল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী ফুটবল খেলছে এমবাপ্পেরা।

ম্যাচের প্রথমার্ধে অলিভার জিরুদের গোলে এগিয়ে যাওয়ার পর আরও দুটি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এক গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়েছে পোল্যান্ড। দুর্দান্ত পারফর্মেন্সে ৩-১ গোলের এই জয়ে শেষ আট নিশ্চিত করে ফেলল ফ্রান্স।

শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলছিল ফ্রান্স। পোল্যান্ডের জমাট রক্ষণের কারণে গোলের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। ৪৪তম মিনিটে এমবাপ্পের পাস থেকে বল পেয়ে দারুণ শটে বল জালে জড়িয়ে দেন অলিভার জিরুদ। এরপর ম্যাচের ৭৪ এবং ৯১ মিনিটে পরপর দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে ৯৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পরাজয়ের ব্যবধান কমান রবার্ট লেভানদোস্কি।