UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এমবিবিএস পরীক্ষার সময় কোচিং ও আশেপাশের সকল ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

usharalodesk
মার্চ ২৪, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এমবিবিএস পরীক্ষার সময় কোচিং সেন্টার এবং কেন্দ্রের আশেপাশের সব ফটোকপির মেশিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ‘এমবিবিএস একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রতিবছরই আমরা এ পরীক্ষাটি নিয়ে আসছি। এবারের পরীক্ষায় ১ লাখ ২২ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন। আমরা সারাদেশে ৫৫টি সেন্টার নির্ধারণ করেছি এবং প্রয়োজন হলে তা আরও বৃদ্ধি করা হবে। স্বাস্থ্যবিধি যাতে মানা হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে, পরীক্ষার্থীরা তিন ফিট দূরত্ব রেখে বসবে। সকলকে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার সেখানেই থাকবে। ভেন্যুতে অন্য কাউকেই ঢুকতে দেওয়া হবে না এবং অভিভাবকরা যাতে ভালো অবস্থায় থাকতে পারেন সে বিষয়গুলো আমরা নজরে এনেছি।’

গুজব প্রতিরোধেও কঠোর ব্যবস্থার নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন বাহিনীর কাছে বলেছি যাতে গুজব ছড়ানো না হয়। যাতে ফেসবুকে নেতিবাচক গুজব না ছড়ানো হয় সেটিও দেখতে বলেছি। তারা জানান, সর্বোচ্চ চেষ্টা করবেন। পরীক্ষার প্রশ্ন নিরাপদে রাখার ব্যবস্থা করবেন তারা।’

তিনি বলেন, ‘মনিটরিং সেল গঠন করেছি আমরা। কোনও সমস্যা দেখা দিলে সেলে যোগাযোগ করা যাবে ও তারা সার্বিক ব্যবস্থা নেবে। কোচিং সেন্টারগুলো বন্ধ করা হবে ও কোনও ফটোকপি মেশিন কেন্দ্রের আশপাশে থাকতে পারবে না। আমরা তাহলে সুন্দরভাবে পরীক্ষা নিতে পারব, সফলতার সঙ্গে নিতে পারব।’

তিনি আরও বলেন, সকল স্বাস্থ্যবিধি আমরা সুন্দরভাবে মেনে কাজ করব। পরীক্ষাকেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেটও থাকবেন ও তারা সার্বিক বিষয়গুলো দেখবে। কোনও প্রকার সমস্যা হলে ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

(ঊষার আলো-এফএসপি)