UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এমবিবিএস-বিডিএস ছাড়া ডা. পদবি ব্যবহার করা যাবে না: স্বাস্থ্য মন্ত্রণালয়

ঊষার আলো ডেস্ক
আগস্ট ২০, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস পাসকৃত চিকিৎসক ব্যতীত অন্য কেউ ডা. পদবী ব্যবহার করতে পারবেন না।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়, বিএমএন্ডডিসির কোনো কর্মকর্তা এই আইনের পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে না। শুধুমাত্র জাতীয় সংসদ এই আইন পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে।

এ অবস্থায় ডা. পদবী ব্যবহার সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে বলেও জানায় মন্ত্রণালয়।

এর আগে ২০২১ সালে হাইকোর্টের এক রায়েও একই কথা বলা হয়। সেখানে উল্লেখ করা হয়, এমবিবিএস–বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না।