UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এরা কি মূর্খ নাকি মতলববাজ?

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ১৩, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন, ইসরাইলি পণ্যের ভুয়া তালিকা কারা প্রচার করছে? এরা কি মূর্খ নাকি মতলববাজ? বাংলাদেশে ইসরাইলি কোন কোন পণ্য আমদানি ও বিক্রি হয় বলুন তো! সঠিক তালিকা দিন। জেনে বুঝে যাচাই করে দেবেন।

গত মঙ্গলবার (৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এসব কথা লেখেন সাবেক এই প্রেস সচিব।

এর আগে ৭ এপ্রিল ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে দেশের আট জেলায় ইসরাইলি পণ্য রাখা ও বিক্রি করায় রেস্তোরাঁ ও বাটা শোরুমে হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে।  এসব ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়।  এরপরই শুরু হয় নানা আলোচনা সমালোচনা।

এছাড়াও কক্সবাজারে ইসরাইলি কোমল পানীয় রাখার অভিযোগে অন্তত ৫টি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, ইসরাইলি পণ্য রাখার অভিযোগে কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লংকা, পানসি রেস্টুরেন্ট এবং মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়।

কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রানীরবাজার এম আলী টাওয়ারের সামনে বিভিন্ন মিছিল থেকে জড়ো হয়ে বিক্ষুব্ধ জনতা কেএফসিতে প্রবেশ করে ভাঙচুর চালায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, কেএফসি রেস্টুরেন্টে ইসরাইলি বিভিন্ন তৈরি খাবার ও কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগে কেএফসির টেবিল-চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ ছাড়াও কাঁচের দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ঊষার আলো-এসএ