UsharAlo logo
শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এরা গণতন্ত্রের কথা বলে কোন মুখে: শেখ হাসিনা

usharalodesk
ডিসেম্বর ১৪, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : হত্যাকারীরা কখনও গণতন্ত্রের জন্য কাজ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, এরা গণতন্ত্রের কথা বলে কোন মুখে।

বৃহস্পতিবার বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আয়োজিত ‌জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যারা রেললাইনে নাশকতা করে এরা পরাজিত শক্তির দোষর। এরা খুনি, হত্যাকারী, এদের না বলুন।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে বিদায় নিতে হয়েছিল। এক না, দুই বার বিদায় নিতে হয়েছিল। ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতা এসেছিল। আমি বলেছিলাম গ্যাস পাবে না। আল্লাহতায়ালাও যখন সম্পদ দেয়, মানুষ বুঝে দেয়। সেই গ্যাস দিতে পারেনি। কূপ খনন করে দেখে গ্যাস নাই।

ঊষার আলো-এসএ