UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এল ক্লাসিকো আজ

ঊষার আলো
জানুয়ারি ১২, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদকস্পেনে নয়, স্প্যানিশ সুপার কাপের এবারের আসর বসেছে সৌদি আরবে। চার দলের নতুন ফরম্যাটে গত দুই আসরে যা হয়নি এবার শুরুতেই হচ্ছে তা। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ মুখোমুখি সেমিফাইনালেই।

বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এল ক্লাসিকো। স্প্যানিশ সুপার কাপের ইতিহাসের সবচেয়ে সফলতম দল বার্সেলোনা। সবচেয়ে বেশি ১৩টি শিরোপা গেছে কাতালানদের ঘরে।

রিয়ালের বিপক্ষে বার্সার সর্বশেষ জয় ২০১৯ সালের মার্চে। লা লিগায় সেবার বার্নাব্যুতে ক্রোশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচের একমাত্র গোলে জয় নিয়ে বাড়ি ফিরে কাতালানরা। লা লিগায় দুদলের পরের ম্যাচটি ড্র হয়। এর পর বাকি চার ম্যাচই জিতেছে রিয়াল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সা কোচ জাভি বলেন, ‘রিয়াল মাদ্রিদ খুব শক্তিশালী দল। তারা এই মুহূর্তে লা লিগার সেরা দল। এই ম্যাচটি দেখাবে আমরা এখন কোথায় আছি।’