UsharAlo logo
বুধবার, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপে অনিশ্চিত হাসান মাহমুদ

pial
আগস্ট ২০, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গোড়ালিতে চোট পাওয়ায় এশিয়া কাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে হাসান মাহমুদের। শনিবার (২০ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান তিনি। আর সাথে সাথে মাঠ ছাড়েন এই পেসার। এ মুহূর্তে তিনি বিসিবি মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন।

বিসিবির একটি সূত্র জানায়, চোট সারতে সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। সেক্ষেত্রে এশিয়া কাপে খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, হাসান ডান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে। এখন তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু সে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে না। তাকে এক্স-রে করানো হবে, এরপর চোটের অবস্থা বোঝা যাবে।
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দেড় বছরের বিরতির পর জাতীয় দলে ফিরেন হাসান মাহমুদ। তরুণ এ পেসারের প্রত্যাবর্তনের সিরিজটাও ভালো কেটেছিল। সেই সুবাাদে তার জায়গা হয় ১৭ সদস্যের এশিয়া কাপ দলেও।

(ঊষার আলো-এফএসপি)