ঊষার আলো রিপোর্ট : দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী রবিবার (১৭ জুলাই) সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ ঘোষণা করবেন তিনি।
বৃহস্পতিবার (১৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, রবিবার দুপুর ১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করবেন। এদিন তিনি এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কথা বলবেন।
উল্লেখ, এবার এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে প্রবল বর্ষণ আর উজানের ঢলে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দিলে ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।