UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর ও এইচএসসি ২ ডিসেম্বর

ঊষার আলো
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২০২১ সালের এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর থেকে ও এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হবে।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূচি প্রকাশ করে। করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর ধরেই মাধ্যমিক ও সমমানের পরীক্ষার রুটিন অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদা আখতার স্বাক্ষরিত রুটিন নিয়ে আজ বৈঠক করবে শিক্ষাবোর্ড। আর সেখান থেকে চূড়ান্তভাবে এটি প্রকাশ করা হবে।

এছাড়াও একই দিনে (১৪ নভেম্বর) চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে।

(ঊষার আলো-এফএসপি)