UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এ বছর টেস্টে অপরাজিত থাকতে চায় উইন্ডিজ

pial
জুন ২০, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দারুণ এক জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন জয়ে শিষ্যদের ওপর খুবই খুশি দলটির প্রধান কোচ ফিল সিমন্স। তার চাওয়া এই বছর টেস্টে অপরাজিত থাকুক ক্যারিবীয়রা।

অ্যান্টিগা টেস্ট শেষে সিমন্স বলেন, ‘গত বছর আমরা একইভাবে শুরু করেছিলাম। সেবার বাংলাদেশে দুই জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ড্র। আমি চাই এ বছর পাঁচ টেস্টের সবগুলোতে অপরাজিত থাকতে। এটা আমাদের জন্য দারুণ হবে, ছেলেরা যা করছে তাতে আরও বেশি আত্মবিশ্বাস অর্জন করছে। ‘

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় উইন্ডিজ। আগামী শুক্রবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচ।

(ঊষার আলো-এফএসপি)