UsharAlo logo
শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপি, এনসিপি ও সিপিবির সংলাপ আজ

ঊষার আলো রিপোর্ট
মার্চ ২৩, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপে বসবে কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ।

এদিন দুপুর ১টায় কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে বিএনপি, বেলা ২টায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এবং সবশেষ বেলা আড়াইটায় জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে, সিপিবি।

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের সংলাপে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

ঊষার আলো-এসএ