UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ঐতিহাসিক ভুল’ করেছেন পুতিন: ফ্রান্সের প্রেসিডেন্ট

pial
জুন ৪, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইউক্রেনে সামরিক হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহাসিক ভুল’ করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ হামলার পর রুশ প্রেসিডেন্ট বর্তমানে সারা বিশ্ব থেকে কার্যত ‘বিচ্ছিন্ন’ হয়ে গেছেন বলেও দাবি করেন তিনি।

শনিবার (৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা এএফপি।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর শততম দিনে শুক্রবার (৩ জুন) এ মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।

ফরাসি আঞ্চলিক সংবাদমাধ্যমের সাথে একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, আমি মনে করি ও আমি তাকে বলেছিলাম, দেশের জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য তিনি একটি ঐতিহাসিক ও মৌলিক ভুল করেছেন।

তিনি আরও বলেন, আমি মনে করি এ হামলা চালিয়ে তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা একটি জিনিস, তবে এটি থেকে বেরিয়ে আসতে একটি কঠিন পথ পাড়ি দিতে হয়। ম্যাক্রোঁ বলেন, তিনি তার কিয়েভ সফরের সম্ভাবনাকে বাতিল করেননি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। আর দেশটি ছেড়ে পালিয়েছেন লাখ লাখ মানুষ। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার হাতে।

সূত্র: এনডিটিভি

(ঊষার আলো-এফএসপি)