UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার পুরোপুরি সুস্থ

ঊষার আলো
ডিসেম্বর ২০, ২০২১ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিয়ে গত ১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তারপর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়।

কিন্তু তখনই করোনা পরীক্ষায় দুজন পজিটিভ হন, সেটাও করোনার নতুন ধরন ওমিক্রন। অবশেষে গতকাল তাদের সুখবর দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রমণ) অধ্যাপক নাজমুল ইসলাম।
ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ হয়ে উঠেছেন ও শিগগিরই বাড়ি ফিরতে পারবেন তারা। গতকাল কোভিড টেস্ট হয় ওই দুই নারী ক্রিকেটারের। আইইডিসিআরের নির্ভরযোগ একটি সূত্র জানায়, দুজনের পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে।

একই ইঙ্গিত স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলামের, ‘আমাদের নারী ক্রিকেটাররা যাঁরা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন, তাঁরা এখন একেবারেই সুস্থ। তাঁদের কোয়ারেন্টিন শেষের দিকে। সকল পরীক্ষা-নিরীক্ষার ফল পেলে তাঁদের দ্রুত নিজ নিজ বাসগৃহে ফিরে যাওয়ার অনুমতি দিতে পারি। ’ বিসিবির এক কর্মকর্তা জানান, রিপোর্ট নেগেটিভ হলে তাঁদের বাড়িতে ফিরে যেতে দেওয়া হবে।

(ঊষার আলো-এফএসপি)