UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াগনার গ্রুপের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি

usharalodesk
জুন ২৮, ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের গ্রুপ ওয়াগনারের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার তাদের বিরুদ্ধে ‘অবৈধ সোনা লেনদেনের অভিযোগ এনেছে হোয়াইট হাউজ।

মার্কিন ট্রেজারি বিভাগের কর্মকর্তা ব্রায়ান নেলসন বিবৃতিতে বলেন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং মালির মতো দেশগুলোতে প্রাকৃতিক সম্পদ শোষণের মাধ্যমে নিজেদের নৃশংস ক্রিয়াকলাপের অর্থায়ন করে থাকে ওয়াগনার গ্রুপ৷ আফ্রিকা, ইউক্রেন এবং অন্য কোথাও তাদের তৎপরতা রোধে সজাগ থাকবে যুক্তরাষ্ট্র।

এদিকে যুক্তরাষ্ট্র আগেই ওয়াগনারকে একটি অপরাধী সংগঠন বলে আখ্যায়িত করেছে। শুধু তাই নয়, ওয়াগনারের শীর্ষ নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।

গত সপ্তাহে ওয়াগনার বাহিনী পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। তারা দলবল মস্কোর দিকে এগোতে থাকে। তবে ২৪ ঘণ্টা না পেরুতেই বেলারুশের প্রেসিডেন্টের ডাকে মত পাল্টান ওয়াগনার প্রধান প্রিগোজিন। তিনি এখন বেলারুশে আছেন বলা জানা গেছে। তবে তার বিরুদ্ধে রুশ সরকারের করা মামলার রয়ে গেছে।

ঊষার আলো-এসএ