UsharAlo logo
সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ওয়ার্ড যুবদল নেতা ছুরিকাঘাতে নিহত

ঊষার আলো প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পেোরেশন এলাকার ২১নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি মানিক হাওলাদারকে (৩৫) ছুরিকাঘাতে নিহত করেছে দুর্বত্তরা। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিতসার জন্য ঢাকায় প্রেরন করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। । গতকাল সোমবার সাড়ে ১১টায় খুলনা মহানগরীর সদর থানাধীন পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। সে পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদ এলাকায় মনছুর হাওলাদারের পুত্র।
ঘটনা সত্যতা নিশ্চিত করে কেএমপি’র এডিসি (মিডিয়া) মোহাঃ আহসান হাবীব বলেন, আহত অবস্থায় তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয়েছে।
খুমেক হাসপতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সাজ্জাদ, মেহেদী, লালু মিলে পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে মানিক হাওলাদার কে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ৷ এ সময মানিকের বুকের মাঝখানে এক জায়গায় ও পেটের বা পাশে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়৷ স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  সার্জারী-২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিতসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়।