UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজকে হারালো পাকিস্তান

pial
জুন ৯, ২০২২ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : খুশদীল শাহর ব্যাটিং ঝড়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। বুধবার (৮ জুন) দিবাগত রাতে তারা শেষ ওভারে ৫ উইকেটে হারিয়েছে সফরকারীদের।

শেই হোপের অনবদ্য ১২৭ রানের ইনিংসে ভর করে উইন্ডিজ আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান করে। জবাবে রান তাড়া করতে নেমেই শুরুতে ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। তারপর ইমাম-উল-হক ও বাবর আজম ১০৩ রানের জুটি গড়ে দলকে বেশ এগিয়ে নেন। পরে ১২৯ রানের মাথায় অপ্রয়োজনীয় রিভার্স সুইপ করতে গিয়ে ব্যক্তিগত ৬৫ রানে আউট হন ইমাম।

এরপর বাবর ও মোহাম্মদ রিজওয়ানের জুটি দলীয় সংগ্রহকে টেনে নেন ২৩৭ রান পর্যন্ত। তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়া এ দুই ব্যাটসম্যান অল্প সময়ের ব্যবধানেই আউট হন। বাবর ২৩৭ রানে আউট হন ১০৭ বলে ১০৩ রান করে এবং রিজওয়ান ২৫৬ রানে আউট হন ৫৯ রান করে। তখন জেতার জন্য ৩২ বলে ৫০ রান দরকার ছিল পাকিস্তানের।

এরপরই ঝড় তোলেন খুশদীল। ২৮৪ রানের মাথায় শাবাদ খান আউট হলেও জয় পেতে সমস্যায় পড়তে হয়নি পাকিস্তানের। খুশদীল ২৩ বলে ১টি চার এবং ৪ ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন। আর শেষ ওভারের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করা মোহাম্মদ নাওয়াজ অপরাজিত থাকেন ৮ রানে।

(ঊষার আলো-এসএইস)