UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে শিশু নিহত

pial
জুন ২০, ২০২২ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় পাহাড় ধসে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (১৯ জুন) রাত ৯টার দিকে কালারমারছড়ার অফিস পাড়ায় পাহাড় ধসের মাটি সরিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। মৃত শিশু রবিউল হাসান অফিস পাড়ার নজির হোসেন প্রকাশ বদু’র পুত্র।

এলাকাবাসীরা বলেন, শিশু রবিউল হাসান বিকালে বাড়ির পাশে পাহাড়ের কোলে খেলতে গিয়ে সন্ধ্যায় ফিরে না আসায় তার মা-বাবা ও আত্মীয়-স্বজন তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পাহাড় থেকে অতি বর্ষণের কারণে ধসে পড়া মাটির স্তুপের পাশে শিশু রবিউল হাসানের লুঙ্গি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। রাত ৯টার দিকে ধসে পড়া মাটি সরিয়ে শিশু রবিউল হাসানের মৃতদেহ পাওয়া যায়।

কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, বৃষ্টির সময় পাহাড়ের পাশে খেলতে গিয়ে শিশুটি মাটি চাপা পড়ে মারা গেছে। গত বছর একই এলাকায় পাহাড় চাপায় আরো এক কন্যা শিশুর মৃত্যু হয়েছিল।

ইউনিয়ন পরিষদ থেকে ইতিপূর্বে লোকজনকে পাহাড় ধসের বিষয়ে সতর্ক করে মাইকিং করা হয়েছিল। কিন্তু, অসচেতনতার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে এসব ঘটনা ঘটেই যায়।

(ঊষার আলো-এসএইস)