UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারের রোহিঙ্গা ক‌্যাম্পে পাহাড় ধস: নিহত ৬

usharalodesk
জুলাই ২৭, ২০২১ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‌্যাম্পে পাহাড় ধস এবং পানিতে ডুবে শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন জানান, নিহতদের মধ‌্যে ১ জন শিশু পানিতে ডুবে মারা গেছে। জানা গেছে, কক্সবাজারে পাহাড় ধস রোধে কোনো ব্যবস্থাপনা বা পরিকল্পনা। তাই প্রতিবছরই পাহাড় ধস ও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। তবে বর্ষা এলে এই আতঙ্ক বেড়ে যায়।

জেলায় মোট বনভূমির পরিমাণ ৭৩ হাজার ৩৫৮ হেক্টর। অবৈধ দখলে রয়েছে ৯ হাজার ৬৫৭ হেক্টর বনভূমি। পাহাড়ি জমিতেই বসবাস করছে ১৩ হাজার ৮২৬টি পরিবারের ৩ লাখ মানুষ। তারাও পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে।

(ঊষার আলো-আরএম)