কক্সবাজারের খুরুশকুল থেকে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ ৩ জনকে আটক করেছে র্যাব। রবিবার (২৩ মার্চ) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চৌচলামুরা নুর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার মৃত রুস্তম আলীর মেয়ে মিনুয়ারা আক্তার (৩৩) ও পালংখালী ইউনিয়নের বটতলী পূর্ব ফারির বিলের দিল মোহাম্মদের ছেলে ইকবাল হাসান (১৪)।
সোমবার (২৪ মার্চ) রাতে এসব বিষয় নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
অভিযানে ২ জন নারীসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরাকান আর্মির ৬০ জোড়া পোশাক, নগদ ৩৫ হাজার টাকা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক নুর মোহাম্মদের নেতৃত্বে তারা এই আরাকান আর্মি পোশাকগুলি তৈরি করে এবং বিভিন্ন অন্তরঘাতমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব ১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
ঊষার আলো-এসএ