UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে গাড়ির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

pial
জুন ১২, ২০২২ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে একটি ডাম্পার গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজ এলাকার হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত হাফিজা আক্তার (৬) হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার নুরুল আলমের মেয়ে। সে হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী।

স্কুলছাত্রীর বাবা নুরুল আলম বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে টেকনাফের দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ি হাফিজাকে ধাক্কা দেয়।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, ডাম্পারের ধাক্কায় হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্কুলছাত্রীর পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-এসএইস)