UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরাজয়ে ব্রাজিলভক্তের বিষপান!

ঊষার আলো
জুলাই ১১, ২০২১ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে প্রিয় দল ব্রাজিলের পরাজয় মানতে না পেরে কক্সবাজারের রামুতে বিষপান করেছেন এক ব্রাজিল সমর্থক। বিষপানকারী ভক্তের নাম মো. কামাল (২০)। তিনি কক্সবাজার উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে। বিষপানের পর তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার এফাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, কামাল ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন। রবিবার সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে এক গোলে হেরে যায় ব্রাজিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে বিষপান করেন। পরে এলাকার লোকজন তাকে মুমুর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।