UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত

usharalodesk
সেপ্টেম্বর ১৩, ২০২১ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বৈরী আবহাওয়ায় সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। কক্সবাজারের সমুদ্রে উত্তাল থাকায় পর্যটকদের পানিতে নামতে দেওয়া হচ্ছে না। সাগর উত্তাল থাকায় সব রকমের মাছ ধরার ট্রলার কক্সবাজারের বাঁকখালী এবং উপকূলীয় অঞ্চলগুলোতে নিরাপদে আশ্রয় নিয়েছে।

সাগর উত্তালে আনন্দ মাটি হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের। সমুদ্র স্নান কিংবা পানিতে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করছে ট্যুরিস্ট পুলিশ।

ইতিমধ্যে, সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে কূলে চলে আসতে বলা হয়ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযানকে উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে সাগরে সতর্ক সংকেত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা আতঙ্কে রয়েছেন। তবে তারা আবহাওয়া অফিসের সতর্ক বার্তা জেনে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তারা।

 

(ঊষার আলো-আরএম)