UsharAlo logo
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কমলার জন্য এআর রহমানের ৩০ মিনিটের ভিডিও

usharalodesk
অক্টোবর ১২, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তার নির্বাচনী প্রচারণায় এবার দেখা যাবে এ আর রহমানকে। তাকে সমর্থন দিয়ে ৩০ মিনিটের একটি ভিডিও পারফরমেন্স রেকর্ড করেছেন ভারতের অস্কারজয়ী সঙ্গীত পরিচালক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে ভারত ও আফ্রিকান মিশ্রণের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ আর রহমানের এই সমর্থন ও ভিডিও ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের সুযোগ বাড়াবে। একই সঙ্গে কমলা বিজয়ী হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্টও।

এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স (এএপিআই) ভিক্টরি ফান্ডের চেয়ারপারসন শেখর নরসিমহা বলেন, যুক্তরাষ্ট্রে যেসব নেতা ও আর্টিস্ট অগ্রগতি এবং প্রতিনিধিত্বের পাশে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে সুর মেলাতে এ আর রহমানের এই পারফরমেন্স যুক্ত হবে। এএপিআই ভিক্টরি ফান্ড একটি রাজনৈতিক কমিটি। তারা এশিয়ান আমেরিকান বৈধ ভোটারদের উৎসাহিত ও মোবিলাইজ করে। একই সঙ্গে হাইওয়ানদেরও উদ্বুদ্ধ করে।

এর আর রহমানের এক্সক্লুসিভ ভিডিওর ঘোষণা দেওয়ার পর নরসিমহা বলেন, এটি মিউজিক্যাল ইভেন্টের চেয়েও বড় কিছু। আমরা যে ভবিষ্যত দেখতে চাই তাতে আমাদের সম্প্রদায়কে উৎসাহিত করতে এবং ভোট দিতে এটা একটা আহ্বান।

এএপিআই ভিক্টরি ফান্ড জোর দিয়ে তুলে ধরেছে যে, ৫৭ বছর বয়সী ভারতীয় এই সঙ্গীতের কিংবদন্তির অনুমোদনের ফলে এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার ভোটরদের কাছে নির্বাচনটা অনেক বেশি গুরুত্ব পাবে। একই সঙ্গে কমালা হ্যারিস এবং ওয়ালজের টিকিটের প্রতি ক্রমবর্ধমান সমর্থন বৃদ্ধি পাবে।

ঊষার আলো-এসএ