ঊষার আলো ডেস্ক : ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শনিবার ৩ উইকেটে ২২৯ রান নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। তার আগে ৭ উইকেটে ৫৪১ রান তোলার পর নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এর জবাবে স্বাগতিকরা তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৩১২ রানে পিছিয়ে ছিল।
সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থেকে দিনের খেলাটা শুরু করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। এরপর প্রথম সেশনেই তিনি তুলে নেন তার সেঞ্চুরি। এটি তার টেস্ট ক্যারিয়ারের একাদশ ও অধিনায়ক হিসেবে তৃতীয় এবং বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয় সেঞ্চুরি। অন্যদিকে, ধনঞ্জয়া ডি সিলভাও তার নবম হাফ সেঞ্চুরিকে তিন অঙ্কের ঘরে নিয়ে গেছেন। এটি এই ডানহাতি ব্যাটসম্যান সপ্তম সেঞ্চুরি। ২০১৯ সালের ডিসেম্বরের পর এটাই তার প্রথম শতক ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।
স্কোর- শ্রীলঙ্কা ১১২ ওভারে ৩৮২/৩ (করুণারত্নে ১৫০*, ধনঞ্জয়া ১১০*), বাংলাদেশ- প্রথম ইনিংস ৫৪১/৭ ডিক্লে।
(ঊষার আলো-এফএসফি)