UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পরবর্তী জটিলতায় ফের হাসপাতালে সাহিত্যিক বুদ্ধদেব গুহ

usharalodesk
আগস্ট ৫, ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় দেখা দেওয়ায় সাহিত্যিক বুদ্ধদেহ গুহকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সেই হাসপাতালে ৪ দিনে ধরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রক্তচাপ কমে যাওয়ার ফলে ৮৫ বছরের এই লেখককে সিসিইউতে নেওয়া হয়েছে।

গতকাল বুধবার (৪ আগস্ট) এ খবর পাওয়া যায়।

জানা যায়, এখন করোনায় আক্রান্ত না হলেও শ্বাসকষ্টজনিত সমস্যা আছে সাহিত্যিকের। প্রতি মিনিটে ২ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে তাকে।

এছাড়াও মূত্রনালীতে সংক্রমণ, লিভার ও কিডনিতেও সমস্যা রয়েছে তার। তবে মূত্রনালীর সংক্রমণই এখন তার মূল সমস্যা। মূলত এ বছরের এপ্রিলে করোনা সংক্রমিত হওয়ার পর থেকেই কোভিড পরবর্তী বিভিন্ন সমস্যায় ভুগছেন বুদ্ধদেব গুহ।

সাহিত্যিককে হাসপাতালের গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট ও কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)