UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাসে আরও ২৫ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬৩

usharalodesk
মে ১৬, ২০২১ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ১৪৯ জন।

দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৬৩ জন। দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৮০ হাজার ১৫৯ জনে।রোববার (১৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০১ জন। এ নিয়ে সুস্থ হয়েছে ৭ লাখ ২২ হাজার ৩৬ জন। ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৫০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৪৩০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছয় দশমিক ৬৯ শতাংশ।  এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৭ হাজার ৭১৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ .৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ১১ ও বরিশালে ১ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী।

(ঊষার আলো-আরএম)