UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত আরো ৩ লাখ ১১ হাজার মানুষ

pial
জুন ৭, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ৬৭৬। আর এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৯১ জনের। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ১৪১ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ২১ হাজার ২৫০ জনের।

সোমবার (৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।তবে এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৩ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ চার হাজার ৩২ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯ টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৮২ টি ও মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩২৮ টি। এই পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪১ লাখ ৫০ হাজার ৭২৫ টি।

(ঊষার আলো-এসএইস)