UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

pial
জুন ১৩, ২০২২ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : করোনা ভাইরাসে আক্রান্ত ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা রবিবার (১২ জুন) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর-এনডিটিভি’র।

চলতি মাসের শুরুতে সোনিয়ার সাথে তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীরও কোভিড রিপোর্ট পজিটিভ আসে। টুইট বার্তায় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাকে জানান, রবিবার কোভিড সংক্রান্ত শারীরিক সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল এবং তাকে ডাক্তারের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোনিয়া গান্ধী করোনা আক্রান্তের আগে তাকে ন্যাশানাল হেরাল্ড মামলায় তলব করেছিলন ইডি। কিন্তু সোনিয়া করোনা পজিটিভ থাকার কারণে তাকে ফের ইডি দপ্তরে ২৩ জুন হাজিরা দিতে বলা হয়েছে। সোনিয়ার সাথে ন্যাশানাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকেও তলব করেছে ইডি। সোনিয়া-রাহুলের ইডি তলবের বিরুদ্ধে প্রতিবাদে সোমবার (১৩ জুন) দেশজুড়ে বড় বিক্ষোভে নামছে কংগ্রেস।

(ঊষার আলো-এসএইস)