UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন

ঊষার আলো
আগস্ট ২, ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে।

ক্রিকেটের নতুন ফরম্যাট ‘দ্য হান্ড্রেড’-এ ‘লন্ডন স্পিরিট’ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ওয়ার্ন। ওই দলের কারও মাধ্যমেই হয়তো তিনি সংক্রমিত হয়েছেন।

বার্তা সংস্থা এএনআই জানায়, ‘লন্ডন স্পিরিট’-এর টিম ম্যানেজমেন্টের আরও এক সদস্য কোভিড পজিটিভ। বর্তমানে তিনিও আইসোলেশনে রয়েছেন। জানা যায়, রবিবার সকাল থেকেই শারীরিক সমস্যা বোধ করেন সাবেক এই অজি তারকা। পরে চিকিৎসকরে পরামর্শ নেন তিনি। এরপর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে।

দ্য হান্ড্রেড টুর্নামেন্টে শেন ওয়ার্ন হলেন কোনও দলের দ্বিতীয় প্রধান কোচ, যিনি করোনা পজিটভ হয়েছেন। এর আগে ‘ট্রেন্ড রকেটেস’-এর প্রধান কোচ সাবেক জিম্বাবুয়ে তারকা অ্যান্ডি ফ্লাওয়ারের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে ওয়ার্নারের লন্ডন স্পিরিট। যার মধ্যে দুটিতে হেরেছেন তারা ও একটি ম্যাচ ড্র হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)