UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় এক দিনে আরও ২২৮ জনের মৃত্যু

usharalodesk
জুলাই ২৫, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২২৮ জনের মৃত‌্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন ১৯ হাজার ২৭৪ জন।

২৪ জুলাই সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত মোট ১১ হাজার ২৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হন ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন।

আজ রোববার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন মোট ১০ হাজার ৫৮৪ জন। আর এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ এবং এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৬২ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ৭৭ শতাংশ ও করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬৯ জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ৬ জন, চট্টগ্রাম বিভাগের ৪০ জন, ময়মনসিংহ বিভাগের ১৫ জন, রাজশাহী বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ১১ জন ও রংপুর বিভাগের ১৬ জন।

(ঊষার আলো-এফএসপি)