UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় এক দিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু, আক্রন্ত ১৪,৯২৫ জন

ঊষার আলো
জুলাই ২৭, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৫৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ১৯ হাজার ৭৭৯ জন।

২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১৪ হাজার ৯২৫ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন এবং এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় কোভিড শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ। এই পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৮১ শতাংশ ও সুস্থতার হার ৮৫ দশমিক ৫৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর মোট হার ১ দশমিক ৬৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৮৪ জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৬১ জন, রাজশাহী বিভাগের ২১ জন, ময়মনসিংহ বিভাগের ১১ জন, সিলেট বিভাগের ৭ জন ও রংপুর বিভাগের ১১ জন।

(ঊষার আলো-এফএসপি)