UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ জনের মৃত্যু

usharalodesk
আগস্ট ৩১, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৬ হাজার ১৯৫ জন।

৩০ আগস্ট সকাল ৮টা থেকে ৩১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৩৫৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৫ লাখ ৬১৮ জন।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হন ৪ হাজার ১০২ জন। এই পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের গড় হার ১১ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ০৩ শতাংশ আর করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২২ জন, খুলনা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৯ জন, ময়মনসিংহ বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১২ জন, বরিশাল বিভাগের ২ জন, সিলেট বিভাগের ৯ জন ও রংপুর বিভাগের ৫ জন।

(ঊষার আলো-এফএসপি)