UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২১৫ জনের মৃত্যু

usharalodesk
আগস্ট ১২, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬১৩ জনের।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার দেশে করোনায় একদিনে ২৩৭ জনের মৃত্যু হয়।

একই সময়ে দেশে করোনায় শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাড়াল ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ ১৩ হাজার ৯৯০ জন ও এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।

(ঊষার আলো-এফএসপি)