ঊষার আলো ডেস্ক : প্রতিদিন হাজারো মানুষের করোনা হচ্ছে, আবার সুস্থও হচ্ছে কয়েক হাজার। কিন্তু এই করোনায় আক্রান্ত হওয়ার পর অনেকেরই প্রচুর চুল পড়ছে।
এ অবস্থায় মন খারাপ না করে চুলে শুধু একটি ডিম দিলেই ফিরে পাবেন হারানো সৌন্দর্য। সেই সাথে চুল হবে আরও ঘন, ঝলমলে ও প্রাণবন্ত। কারণ ডিমের মধ্যে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে থাকে।
চুল পড়া রোধ করে ডিম, ডিমের সাথে অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করলে তা রুক্ষ চুলকে কোমল এবং মসৃণ করে তোলে৷ এটি নিয়মিত ব্যবহারে চুল হবে আরও সুন্দর, ঘন এবং ঝলমলে।
ডিম প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে থাকে। ডিমের সাথে দই মিশিয়ে ব্যবহার করলে চমৎকার ফলাফল পাওয়া যায়।
নতুন চুল পেতে ২টি ডিম নিন। এরপর তাতে ১ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ পেঁয়াজের রস নিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে তা চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
(ঊষার আলো-এফএসপি)