UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু

usharalodesk
জুন ৮, ২০২১ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত‌্যু হয়েছে।  নতুন করে আরও ২ হাজার ৩২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৯১৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন। এদিনে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৬২ জন। আরও মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৫৫ হাজার ৩০২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২.১২ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৩ .৪০ শতাংশ। সুস্থতার হার ৯২ . ৬৪ শতাংশ। বাংলাদেশে করোনায় মৃত‌্যুর হার ১ .৫৮ শতাংশ।

(ঊষার আলো-আরএম)