UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় দেশে এক দিনে রেকর্ড মৃত্যু ২৩০

usharalodesk
জুলাই ১১, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৩০ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ১৬ হাজার ৪১৯ জন।

এদিনে, ১১ হাজার ৮৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন। রোববার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন আট লাখ ৭৪ হাজার ৫০১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯.৬৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪.৬৫ শতাংশ। সুস্থতার হার ৮৫.৬৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৬১ শতাংশ। করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৫৬ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, রাজশাহী বিভাগের ২৬ জন, খুলনা বিভাগের ৬৬ জন, বরিশাল বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ৮ জন, রংপুর বিভাগের ২২ জন ও ময়মনসিংহ বিভাগের ৫ জন রয়েছে।

(ঊষার আলো-আরএম)