UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় দেশে মৃত্যুর রেকর্ড ১৬৪, শনাক্ত ৯,৯৬৪

ঊষার আলো
জুলাই ৫, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ২২৯ জনে।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। এ নিয়ে মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ হাজার ৪২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার দুটি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯.৩০ শতাংশ। দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪.১৩ শতাংশ। মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ৫৫ জন খুলনার, ঢাকায় ৪০, চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ১৬, বরিশালে ৯, সিলেটে ৮, রংপুরে ১৬ ও ময়মনসিংহে ২ জন রয়েছে। এর মধ্যে ১০৯ জন পুরুষ ও ৫৫ জন নারী।

(ঊষার আলো-আরএম)