ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘন্টায় করোনায় দেশে সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৫ হাজার ৮১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদিনে সুস্থ হয়েছে আরও ৪ হাজার ২১২ জন।
রোববার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৭৩৯ জন। করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন ও মোট সুস্থ হয়েছে ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৯.৮১ শতাংশ।