UsharAlo logo
শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় প্রাণ গেল দুদকের সহকারী পরিচালকের

ঊষার আলো
এপ্রিল ২৪, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ শহীদুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লািহি…রাজিউন)। শনিবার (২৪ এপ্রিল) দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সহকারী পরিচালক মোঃ শহীদুল ইসলাম সর্বশেষ কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি খুলনার নিজ বাসাতে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে নিজ গৃহে তিনি মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে। ব্যক্তি জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন দুদকের ২১ কর্মকর্তা-কর্মচারী। এ নিয়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে দুদকের মোট ১২৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০৫ জন সুস্থ হলেও মারা গেলেন শহীদুল ইসলামসহ তিনজন।

(ঊষার আলো-এমএনএস)