UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে আরও সাড়ে ৬ হাজার জনের মৃত্যু

ঊষার আলো
সেপ্টেম্বর ৬, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় বিশ্বে আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষ মারা গেছে। নতুন করে আরও সোয়া ৪ লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।

জানা গেছে, সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৫ লাখ ৮১ হাজার ৭৪৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৮৫০ জনের দেহে। সারাবিশ্বে আক্রান্ত হওয়ার পর করোনা মুক্ত হয়েছে ১৯ কোটি ৮০ লাখ ৩৬ হাজার ৬৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬ হাজার ৬০৮ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৬৪৪ জনের দেহে।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪ কোটি ৮ লাখ ৫ হাজার ২৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর ৬ লাখ ৬৬ হাজার ২১৯ জন মানুষ মারা গেছে।

এছাড়া, ভারতে করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ৩০ লাখ ২৭ হাজার ১৩৬ জন আর মারা গেছে ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ জন।
বাংলাদেশে এ পর্যন্ত করোনায় মারা গেছে ২৬ হাজার ৫৬৩ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনের দেহে এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।

(ঊষার আলো-আরএম)