UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে আরও সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু, আক্রান্ত ৩ লাখ

usharalodesk
জুন ১৪, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৬ হাজার মানুষ না ফেরার দেশে চলে গেছেন। নতুন করে আরও প্রায় ৩ লাখ জনের করোনা শনাক্ত হয়েছে ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের করোনা সংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ছয় হাজার ৫১৯ জন। আজ (১৪ জুন) সকাল পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ৩৮ লাখ ১৯ হাজার ৩০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৭ হাজার ৬০৭ জনের। বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৬৭ লাখ ১৩ হাজার ৪৭০ জনের। সারাবিশ্বে আক্রান্ত হওয়ার পর করোনা মুক্ত হয়েছেন ১৬ কোটি ৭ লাখ ৪৮ হাজার ৬৯ জন। করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৪৩ লাখ ২১ হাজার ১৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬ লাখ ১৫ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ৮৪ লাখ ১৩২ জন। ব্রাজিল আক্রান্তের দিক থেকে ৩য় ও মৃত্যুর সংখ্যায় তালিকার ২য় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৯৯৬ জন ও মৃত্যু হয়েছে চার লাখ ৮৭ হাজার ৪৭৬ জনের। সুস্থ হয়েছেন এক কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৫৪৮ জন। করোনায় আক্রান্তের তালিকায় ২য় ও মৃতের তালিকায় ৩য় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৫ লাখ ৭ হাজার ৪৩৮ জন এবং মৃতের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ২৮৭ জন। করোনামুক্ত হয়েছেন দুই কোটি ৮১ লাখ ৪৮ হাজার ৯৭৭ জন।

(ঊষার আলো-আরএম)