ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৬ হাজার ৬৯৭ জনের প্রাণহানি হয়েছে। নতুন করে আরও শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৬৫৬ জনের দেহে।
বুধবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৬ হাজার ৬৯৭ জনের মৃত্যু ও আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৬৫৬ জন মানুষ। সংক্রমণের শুরু থেকে এপর্ন্ত বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৮১ হাজার ৪৪৩ জন মানুষের। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২৩ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৭১৬ জনের দেহে। সুস্থ হয়েছে ২১ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭৭৮ জন।
বাংলাদেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭১৩ জনের, শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জনের দেহে ও সুস্থ হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন মানুষ।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনায় আক্রান্ত প্রথম রোগী ধরা পড়ে। ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
(ঊষার আলো-আরএম)