UsharAlo logo
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু

ঊষার আলো
সেপ্টেম্বর ১২, ২০২১ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৯৩১ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৮৭১ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জনে।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হন ৩ হাজার ৫৮৬ জন। আর এ নিয়ে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৮ হাজার ৮২১ জন।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে নতুন রোগী শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। এই পর্যন্ত মোট ৯২ লাখ ৪৬ হাজার ৭৩৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের গড় হার ১৬ দশমিক ৫৫ শতাংশ।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রামে ১৪ জন, রাজশাহীতে ১, খুলনায় ৯, সিলেটে ৬, ময়মনসিংহে ১ জন ও রংপুরে ১ মারা গেছেন।

(ঊষার আলো-এফএসপি)